কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কেঁড়াগাছি চ্যাম্পিয়ন
কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুপড়িয়াকে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ ৫-৪ গোলে সাতক্ষীরার চুপড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। রেফারির দায়িত্ব পালন করেন মীর ইউনুস, সহকারী রেফারি ছিলেন রনি ও মিন্টু। মীর শওকত ও শাহিনের সার্বিক ব্যবস্থাপনায় খেলার ধারাভাষ্যে ছিলেন তাওহিদুজজামান। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাহারুল ইসলাম। হিরো অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের রাজিব। সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন উভয় দলের ফিরোজ ও কামরুজ্জামান। সেরা গোল কিপার নির্বাচিত হন কেঁড়াগাছির জাহিদ। সেরা উদীয়মান খেলোয়াড় একই দলের রাজা। ম্যান অফ দ্যা ম্যাচ কেঁড়াগাছির আরিফ। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ২০ টি এলইডি টিভি ও রানার্সআপ দলকে একটি ছাগল প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, প্রদর্শক শাহিনুর রহমান, মেম্বার মহিদুল ইসলাম, মেম্বার মফিজুল ইসলাম, মাস্টার আনারুল ইসলাম, আতিয়ার রহমান, গোবিন্দ মিত্র, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।