দেবহাটায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৩টি ভারতীয় গরুসহ ট্রলার আটক
দেবহাটায় চর শ্রীপুর সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৩টি ভারতীয় গরুসহ একটি ট্রলার আটক হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ সীমান্তের চর শ্রীপুর সুইচ গেটের পাশ্ববর্তী ইছামতী নদী থেকে অবৈধ ভাবে ট্রলার যোগে আনার সময় উক্ত গরু আটক করা হয়। আটককৃত গরু গুলো টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা যায়। তবে গরু পাচার কারী হোতা ভাতশালা গ্রামের ফজলুর ছেলে কামরুল ইসলাম, হক বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস, রাজ্জাক আলীর ছেলে স্বজল, সওকাতের ছেলে পিন্টু (সাইদ), মুজিবুর রহমানের ছেলে আব্দুস সালাম, অভিযানের খবর পেয়ে সুকৌশলে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। অভিযান পরিচালনা করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, টাউনশ্রীপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাবুদ্দীন আলী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এএসআই দরবেশ আলী, শামীম হোসেন, অচিন্ত্য কুমার, আলমগীর সহ বিজিবি সদস্যরা।
এব্যাপারে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাবুদ্দীন আলী জানান, উক্ত গরু গুলো আটক করে সিজার লিস্ট করে ক্যাম্পে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৩টি ভারতীয় গরু ও ১টি ট্রলার আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।