ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস
শিক্ষা ও উন্নয়নে ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ই অক্টোবর বিশ্বের প্রায় ১০০টি দেশে একই সাথে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। আর তারই ধারাবাহিকতায় শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস।
রবিবার (৭ই অক্টোবর) প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিশ্ব শিক্ষক দিবসের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, মাওলানা মোঃ মোহসিন উদ্দীন, মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আকলিমা খাতুন, মোঃ আবুল হাসান, মোঃ ফয়জুল হক, রমেশ চন্দ্র সরদার, মোঃ মুকুল হোসেন, মোঃ ফিরোজ কবির, আদিত্য ঘোষ প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বিশ্বের প্রতিটি দেশে শিক্ষকদের সম্মান সকলে উপরে। তাই আমরা যারা শিক্ষক, আমাদের এই পেশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষে সকল সুযোগ সুবিধা প্রদান করেছে যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, মোঃ মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষক রেহানা পারভীন।
আলোচনা শেষে প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্য থেকে পাঠদানে পারদর্শিতা ও সংশ্লিষ্ট বিষয়ে ভাল ফলাফলের জন্য শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ইংরেজি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে একটি মোবাইল ফোন প্রদান করেন।