ব্রহ্মরাজপুরে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের গণসংযোগ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়ায় ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেষ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ব্রহ্মরাজপুর ইউনিয়স আ’লীগের সসভাপতি নিলিপ কুমার মল্লিক, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতু সম্পুর্নরুপে চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণবঙ্গের মতো মানুষ। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নজরুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান লিটন।