শোভনালীতে আজ থেকে পি এস সি চুড়ান্ত মডেল টেষ্ট শুরু
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে আজ থেকে পি এস সি চুড়ান্ত মডেল টেষ্ট শুরু হয়েছে। জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শোভনালী ইউনিয়নের ১৪টি স্কুলের ৩৯৪জন ছাত্র/ছাত্রী ৩টি কেন্দ্রে বিভক্ত হয়ে মডেল টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৭জন ছাত্র/ছাত্রী নিয়ে ৬টি স্কুল অংশ গ্রহন করেছে। স্কুল গুলো বদরতলা, হাজীপুর, বাওচাষ, সরাপপুর, বাঁকড়া ও মজগুরখালী। বাওচাষ কেন্দ্রে হল সুপারের দায়িত্বে আছেন বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ পাঁড়,সহ-কারি হল সুপার হিসাবে আছেন মজগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ দে ও কেন্দ্র সচীব হিসাব আছেন বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ।
বলাইপুর কেন্দ্রে পশ্চিম কামালকাটী,বসুখালী ও বলাইপুর স্কুলের ৭৩জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করছে। গোদাড়া কেন্দ্রে লতাখালী, গোঁদাড়া, পূর্বকামালকাটী, বৈকরঝুটি ও খলিসানী স্কুলের১০৪জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে।
Please follow and like us: