মাশরাফি দেশের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের সব থেকে বড় সম্পদ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন কালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের।’ নড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’
খেলাধুলার প্রতি সময়ই অনেক আগ্রহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের প্রতি নিজের দায়িত্বপালনের পাশাপাশি তিনি ক্রীড়া জগতের সব খোঁজ-খবরই রাখেন। ব্যস্ততার মাঝেও দেশের জয়ে মাঠে ছুটে যান তিনি। তাছাড়া খেলোয়াড়রা অসুস্থ হলে তিনি ফোন করে খবর নেওয়ার পাশাপাশি দেখতেও যান।
রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধনের পর বরগুনা,বাগেরহাট জেলার ফকিরহাট, নড়াইল জেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।