পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ম্যাচটি শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯টায়।
গত ম্যাচে বাংলাদেশকে হতাশা নিয়ে ফিরতে হলেও তাদের মুখে আজ আত্মবিশ্বাসের ছাপ। ব্যাটিং সাইডে দূর্বলতার কারণে বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা ৩ ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশের মেয়েরা।
মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কথা জানিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবেই। গত ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি। সেগুলো অনুশীলনের মাধ্যমে ঠিক করেছি। ইনশাআল্লাহ্ আজ আমরা ভাল কিছু নিয়েই ফিরবো।
এশিয়া কাপ জেতা টিম টাইগ্রেসের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ সিরিজ। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে বিশ্বকাপ।
Please follow and like us: