মুন্সিগঞ্জে বিশাল জনসভায় দেশের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন…এমপি জগলুল হায়দার
নৌকা দেশের উন্নয়নের প্রতীক, মানুষের ভাগ্য বদলের কান্ডারী, নৌকা দিন বদলের প্রতিচ্ছবি। নৌকা সার্বভৌমত্বের প্রতীক, নৌকা স্বাধীনতার স্বপক্ষের শক্তির প্রতীক, নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করুন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মানুষ ১০টাকা কেজি দরে চাউল কিনছে। যা ইতিপূর্বে কোন সরকার দেয়নি। সুন্দরবনের কিনারা পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রামের কোথায়ও কাঁচা রাস্তা নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা হয়েছে। বয়স্ক ও বিধবা বৃদ্ধি করা হয়েছে, বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে, কওমি মাদ্রাসা স্বীকৃতি দেওয়া হয়েছে, উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা জননেত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গল্পের নয় বরং সবকিছু দৃশ্যমান। আপনারা শেখ হাসিনার প্রতি দোয়া করবেন। নৌকা প্রতীকে ভোট দেন, ভোট দেওয়ার জন্য অন্যকে বলুন। শেখ হাসিনা সরকার গঠন করতে না পারলে দেশ আবারও অন্ধকারে পরিণত হবে। গ্রামে আওয়ামীলীগের নেতৃত্বে দুর্গ গড়ে তুলুন। নির্বাচন অত্যাসন্ন। নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সরকারের উন্নয়ন, সফলতা ও অগ্রগতি নিয়ে মুন্সিগঞ্জ কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। তিনি সকলকে দলীয় ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন। জনসভায় ২০/২৫ হাজার জন গণের উপস্থিতিতে মুহুর মুহুর করতালিতে সমাবেশস্থল প্রকম্পিত হয়ে ওঠে এবং সবাই নৌকার পক্ষে দৃঢ় প্রত্যায় নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অসীম কুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, এ্যাড. আতাউর রহমান, এ্যাড. জহুরুল হায়দার বাবু, আবু সালেহ বাবু, ভবতোষ কুমার মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবীরঞ্জন মণ্ডল, চেয়ারম্যান আশরাফুল আলম খোকন, অসীম কুমার জোয়ারদার, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, মোঃ কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম ও প্রভাষক মোশারফ হোসেনের সঞ্চালনায় জনসভায় ২০টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।