কুশখালিতে অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা
সদর উপজেলার কুশখালি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুশখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র টেকনিক্যাল সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। জনসম্মুখে অভিযোগ বক্সটি খোলার পর কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ইউপি সচিব মো. কবিরুল আলম, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, মেহেরুন্নেছা রিনা, সাইফুজ্জামান শাহিন, শিশু প্রতিনিধি মোছা. মেহেনাজ আরা পারভীন তনু, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ। শিশুদের অভিযোগগুলি সমাধানের জন্য সভায় আলোচনা করা হয়। সকল অভিযোগের প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ নিতে ইউপি সচিবকে দায়িত্ব প্রদান করা হয়। সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।