মেসি ও পিকের সম্পর্কে ফাটল, চলছে বাকযুদ্ধ
মেসি এবং পিকে দুজনের মধ্যে সম্পর্ক সেই শৈশব থেকে। বার্সেলোনার ফুটবল খামার ‘লা মাসিয়া’য় একসঙ্গে বেড়ে ওঠা। বার্সার মূল দলে দুজন সতীর্থ প্রায় ১০ বছর হয়ে গেল। একে তো শৈশবের বন্ধু তার ওপর বহুদিনের ক্লাব সতীর্থ। সবসময়ই একে অপরের পাশে হয়ে জবাব দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে দুইজনের সম্পর্ক আর আগের মতো নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন মেসি-পিকে সম্পর্কে শুধু ফাটলই নয় নিরব কথার লড়াইও চলছে।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো দে হুগোনোস’ প্রথম গুঞ্জনটি সামনে এনেছে। অনুষ্ঠানের বিষয়বস্তু ফলাও করে ছেপেছে দেশটির সংবাদমাধ্যম ‘এএস’। সেই টিভি অনুষ্ঠানে দাবি করা হয়, মেসি-পিকের মধ্যকার সম্পর্ক ‘ভেঙে পড়েছে’। বার্সার বাজে সময়ে মেসির বিপক্ষে সংবাদমাধ্যম এড়িয়ে চলার জন্য অভিযোগ তুলেছেন পিকে। লা লিগায় সর্বশেষ তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল বার্সা। দুটি ড্র আর এক হার। এই সময় মেসি সংবাদমাধ্যম এড়িয়ে চলেছেন বলে অভিযোগ তোলেন পিকে। সেই অনুষ্ঠানে বার্সেলোনার রক্ষণভাগ তারকা পিকে বলেন, ‘দলের বাজে সময়ে সংবাদমাধ্যম এড়িয়ে চলছে মেসি। সে ইউরোপ নয় শুধু আর্জেন্টিনার সঙ্গে থাকাকালীন মেসি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে।’
পিকের এই সমালোচনা হজম করেননি মেসিও। দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য রক্ষণভাগকে দুষেছেন আর্জেন্টাইন তারকা। সর্বশেষ তিন ম্যাচে ৪ গোল করার বিপরীতে ৫ গোল হজম করেছে বার্সা। টিভি শোতে বলা হয়, ‘সে (মেসি) তাকে (পিকে) বলেছে, গোল হজম বেশি হচ্ছে।
এখন দেখার বিষয়, দুইজনের এই ফাটল পুরো মৌসুম জুড়ে কতোটা প্রভাব এলে বার্সেলোনার পয়েন্ট টেবিলে।