বেনাপোল সীমান্তে পৃথক দুইটি জায়গায় অভিযান ভারতীয় শাড়ি ও নিষিদ্ধ মেডিসিন জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুইটি জায়গায় অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ০২ অক্টোবর সকালে বেনাপোল সীমান্তে শিকড়ী বটতলা থেকে ৪৯ ব্যাটলিয়নের বিজিবির সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে এক হাজার দশ টি উন্নত মানের শাড়ি ও গাতিপাড়া মাঠ থেকে বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করে। এর আগে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ৪৯ বিজিবি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে “সংবাদিকদের “কে জানান, জব্দ হওয়া মালামাল বেনাপোল কাস্টমস শাখায় পরে জমা দেয়া হবে।