ভারতে মহাত্না গান্ধীর জন্মদিন উপলক্ষে দুই দেশের মধ্য আমদানি,ও রপ্তানি বন্ধ
ভারতে মহাত্না গান্ধীর জন্মদিন উপলক্ষে দুই দেশের মধ্য আমদানি,ও,রপ্তানি বন্ধ রাখা হয়েছে।ভারতের এক মুক্তি সংগ্রামের নেতা মোহনদাস করম চাঁদ গান্ধীর (মহাত্না গান্ধী)১৪৯ তম জন্মদিন আজ।
(১৮৬৯সালের-২রা,অক্টোবর)ভারতের গুজরাটের পরবন্দরে জন্ম গ্রহণ করেন এই সংগ্রামী নেতা। ভারতের প্রধান রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা।তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত।ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন।
ভারত সরকারীভাবে তাঁর সম্মানার্থে তাকে ভারতের জাতির জনকহিসেবে ঘোষণা করেছে।২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা।জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে শদ্ধাশীলে বন্ধ রাখা হয়েছে এপার বাংলার বেনাপোল স্থল বন্দর ও ওপার বাংলার পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।