সাতক্ষীরা কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট বিভাগের অফিসে চলছে প্রকাশ্যে অনিয়ম দুর্নীতি
সাতক্ষীরা কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট বিভাগের অফিসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট কমিয়ে নিচ্ছে মাসোয়ারা তা না হলে মিলছে না ভ্যাটের কাগজ এমনই অভিযোগ পাওয়া গেছে কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সাতক্ষীরা অফিসের ইন্সপেক্টর শফিউল বারীর বিরুদ্ধে।
শ্যামনগর প্যারাডাইস হোটেলের মালিক মুর্শিদ ভ্যাট পরিশোধ করার জন্য মঙ্গলবার দুপুরে পলাশপোল অবস্থিত সাতক্ষীরা ভ্যাট অফিসে গেলে সে সময় তার কাছে অতিরিক্ত উৎকোচ দাবী করেন শফিউল বারী । এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা দৈনিক সাতক্ষীরা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি নিজের পরিচয় দিয়ে অতিরিক্ত উৎকোচের কারণ জানতে চাইলে ভ্যাট ইন্সপেক্টর তেলে বেগুনে জ্বলে ওঠেন। এবং বলেন সাংবাদিকদের তার অফিসে ঢোকার সাহস কি করে হলো।
এছাড়া তিনি ওই প্রতিনিধিকে হুমকি প্রদর্শন করে শফিউল বারী বলেন তার বিরুদ্ধে রিপোর্ট করবেন তিনি । সাংবাদিক তার সরকারি ভ্যাট গ্রহণে বাঁধা প্রদান করছেন। তাছাড়া দৈনিক সাতক্ষীরার ভ্রাম্যমাণ প্রতিনিধিকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করেন।
ভ্যাট ইন্সপেক্টর শফিউল বারীর কাছে তার দুর্নীতি ও সাংবাদিকের সাথে দুব্যবহারের কারণ মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে অপারগতা জানান।
এদিকে সাংবাদিকের সাথে অশ্লীল আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দৈনিক সাতক্ষীরা পরিবার সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।