প্রথম বাংলাদেশি হিসেবে এমন মাইলফলক অবন্তির
১০ সেপ্টেম্বর ভারতের জি বাংলায় শুরু হয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র নবম সিজন। এবার এই আসরে থাকছে বাংলাদেশের প্রতিযোগীও। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের তৈরি করেছেন ব্যস্ত প্রশিক্ষকেরা।
জানা গেছে, শুরুতে ৪৮ জন প্রতিযোগী প্রশিক্ষণ নিয়েছিলেন। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশের। বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা হলেন মুগ্ধ তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা, অবন্তি সিঁথি ও মাইনুল ইসলাম নোবেল।
এ প্রতিযোগীদের অনেকে অনুষ্ঠানে পারফর্মও করেছেন। তবে বিশেষ ভাবে নজর কেড়েছেন অবন্তি সিঁথি। এ কণ্ঠশিল্পীর প্রতিভায় মুগ্ধ সবাই। বাংলাদেশের জামালপুরে বড় হয়েছেন তিনি। নিজের গানের সঙ্গে নিজেই ব্যতিক্রমধর্মী আয়োজন দেখিয়ে সবার মন জয় করে নিয়েছেন।
অবন্তি ক্লোজআপ-ওয়ান দিয়ে দেশের দর্শকের মন পেয়েছেন অনেক আগেই। মিষ্টি শিস বাজানো ও ‘কাপ সং নিয়ে এবার ভারতে, জি বাংলার ‘সা-রে-গা-মা-পা-’ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান করে সবাইকে চমকে দিয়েছেন নতুন করে।
সেই প্রতিযোগিতার বিচারক-উপস্থাপক-দর্শক সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অবন্তির সেই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে। জি বাংলায় অনুষ্ঠানটি প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন অবন্তি। সা-রে-গা-মা-পা-র সেই এপিসোডে কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানটি পরিবেশন করেছিলেন অবন্তি। গানের সঙ্গে দু’টি কাপের তালে ও শিস বাজিয়ে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন তিনি।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বাজিমাত করেছেন তিনি। গতকাল রোববার রাতে প্রচার হওয়া পর্বে দেখা যায় কোনো রকম ভারী যন্ত্রপাতি ছাড়াই একটি চায়ের কাপ, দুটি চামচ, একটি হারমোনিয়ামের খোল আর শিস বাজিয়ে তিনি পরিবেশন করেন শ্যামল মিত্রের বিখ্যাত গান ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানটি।
তার গান শুনে বিচারক মণ্ডলীদের সবাই দাঁড়িয়ে সম্মান জানান। শান্তনু মৈত্র্য অবন্তিকে ‘বিস্ময়কর’ গানের প্রতিভা বলেও সম্বোধন করেন।
আর এই পরিবেশনার মধ্য দিয়ে ‘সা-রে-গা-মা-পা-’ র ২য় রাউন্ড পেরিয়ে মূল পর্বে চলে গেলেন অবন্তি। তিনিই একমাত্র বাংলাদেশি প্রতিযোগী যিনি প্রথমবারের মতো এই অনুষ্ঠানের মূল পর্বে লড়াই করার যোগ্যতা অর্জন করলেন। অবন্তির এই সাফল্যে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছে সবাই।