পাটকেলঘাটায় আখ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লবণাক্ত মাটিতে চিবিয়ে খাওয়ার আখ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক চাষী প্রশিক্ষণ পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার বেলা ১০টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের লবনাক্ত প্রবণ মাটিতে চিবিয়ে খাওয়ার আখ চাষের জন্য মাটির লবণাক্ত ও উর্বরতা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী-পাবনার বাস্তবায়নে চাষী প্রশিক্ষণে চিবিয়ে খাওয়ার আখের বীজ সংরক্ষণ, আখবীজ বিশুদ্ধকরণ, জমি তৈরী, চাষাবাদ ও রোপণ পদ্ধতি, রোগ-বালাই প্রতিরোধে কীটনাশকের ব্যবহারসহ আখ চাষের বিভিন্ন দিক উল্লেখ করে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এসএফএম প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পিআই ড.মোঃ আকরাম হোসেন ও বিএসআরআই এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আমিনুল হক। প্রশিক্ষনে তালা উপজেলার ১৭টি গ্রামের মোট ৭০জন আখচাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএফএম প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পিআই ড.মোঃ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআরআই ঈশ্বরদী,পাবনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুল হক,তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল¬াহ আল মামুন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান প্রমুখ।