জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে কলারোয়ায় উদ্বোধনী সভা

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে কলারোয়ায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টিএইচও কামরুল ইসলাম। ১-৬ এপ্রিল সারাদেশে একযোগে উদযাপিত হবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৭। এবারই প্রথম প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ৫ থেকে ১৬ বছর বয়সী মাদ্রাসা, মক্তবসহ ১০ম শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল বহির্ভূত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট খাওয়ানো হবে। উদ্বোধনী সভায় টিএইচও কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জাতীয়ভাবে বছরে দুইবার এপ্রিল ও অক্টোবর মাসে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের মাধ্যমে শিশুদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হয়। এবারে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও অন্যান্য) ৫-১৬ বছর বয়সী শিশুকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। এ সময়ে উপজেলায় স্বেচ্ছাসেবক ও মেডিকেল টীম কাজ করবেন। তিনি আরও জানান, ভরা পেটে এ ঔষধ সেবন করাতে হবে। ট্যাবলেটে সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। তিনি বলেন, যেহেতু এবারে প্রথম মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে, তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত ঘটায়। তাছাড়া কৃমি এপেন্ডিসাইটিস ও আন্ত্রিক জটিলতা করতে পারে। অতিশয় কৃমির সংক্রমণে মৃত্যুর কারণও হতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও কামরুল ইসলাম-কৃমি সপ্তাহ সফল করার জন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আহবান জানান। সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন-উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, পৌর মেয়র ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জেল্লাল হোসেন, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ মেহেরুল্লাহ, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। এই উদ্বোধনী সভায় সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)