সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৪৫ নেতাকর্মী আটক
ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে সাদা পোশাকের পুলিশ।
কালিয়াকৈর পৌর মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন সফিসহ গাজীপুর বিএনপির ৪৫ জন নেতাকর্মীকে এসময় আটক করা হয়।
এদিকে, রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির ও গাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আফজালকে আটক করে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দিন।
অপরদিকে ঢাকায় সমাবেশ থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন সফিকে আটক করেছে সাদা পোশাকের পুলিশ।
তাদের মধ্যে ২৬ জনকে গত রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে জানান সোহরাব। মেয়র মজিবুর রহমান ও গাসিক কাউন্সিলর সফিউদ্দিন সফি, বিএনপি নেতা কাউসার ও আলমগীরসহ ১৯ জনকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছে বলে তিনি জানান।
বিএনপি নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃংখলা বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু গ্রেপ্তার ও ভয়ভীতি উপক্ষো করে আমাদের নেতাকর্মীরা সমাবেশ সফল করেছেন। তিনি আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন।