তাসকিনের পর বাবা হলেন ইমরুলও
শনিবার(২৯ সেপেম্বর) বাবা হয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এর একদিন পরেই বাবা হলেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসও। আজ ফেসবুক পেজের মাধ্যমে বাবা হওয়ার সুসংবাদ দেন তিনি।
সন্তানসম্ভবা স্ত্রীকে দেশে রেখেই এশিয়া কাপের মাঝপথে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ইমরুল। ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনা থেকে আবুধাবির মাঠে গিয়েই ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশও পেয়েছিল জয়।এবারে দুবাই থেকে ফিরেই বাবা হওয়ার সংবাদ পান তিনি।
আগামী ১ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুম। এ মৌসুমের শুরু থেকেই খেলার কথা ছিল ইমরুলের। কিন্তু শোনা যাচ্ছে বাবা হওয়ায় ক্রিকেট বোর্ড থেকে প্রথম ম্যাচটির জন্য ছুটি নিতে পারেন ইমরুল।
Please follow and like us: