সাতক্ষীরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে মারপিট করেছে তিন বখাটে!
সাতক্ষীরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জান্নাতুল মাওয়া (১৬) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে লজ্জাজনক ভাবে মারপিট করেছে তিন বখাটে। রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের মুনজিতপুর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজ ছাত্রী জান্নাতুল মাওয়া শহরের মুনজিতপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে ও সাতক্ষীরা মহিলা কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী।
ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, বখাটে শফিকুল ইসলাম তাদের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ কলেজে যাওয়ার সময়ে রাস্তা অবরোধ করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় রেগে ছিল। আজ তার আরও তিন বন্ধুকে সাথে নিয়ে কলেজের পাশে ওত পেতে ছিল। কলেজে ছুটির পর বের হলে, অন্য দিনের মত একই ভাবে নানা ধরনের আপত্তিকর কথা বলতে থাকে ও প্রেমের প্রস্তাব মেনে নিতে বলে। আমি রাস্তার অন্য পাশ দিয়ে চলে যেতে চেষ্টা করলে আমাকে ওরা তিনজন চড়, থাপ্পড়সহ মারপিট করে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসলেই তারা দ্রুত পালিয়ে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। কলেজ ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানা হয়েছে। ওই তিন বখাটের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বাড়িতে যেয়ে কাউকে পাওয়া যায়নি। সবাই বর্তমানে পলাতক রয়েছে।