চাপড়ায় সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় পাউবোর জমি অবৈধ দখল নিয়ে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পাউবোর পক্ষ থেকে নোটিশ করা হলেও দখলকারী পাত্তা দেয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উত্তর চাপড়া গ্রামের মৃত দিদার উদ্দিন সরদারের পুত্র দবির হোসেন উত্তর চাপড়া স্লুইস গেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলে নিয়ে পাকা ঘর নির্মাণ শুরু করেন। মৌজা চাপড়া, এসএ খতিয়ান ২০১, দাগ নং ৪১১ এর ১.৯২ একর জমির মধ্যে ঘর নির্মাণ করা হয়। এক সপ্তাহ আগে পাউবোর পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বহাল তবিয়তে অবৈধ দখল বজায় রেখে নির্মাণ কাজ করা হচ্ছে। বিষয়টি যথাযথ ভাবে প্রতিকারের জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Please follow and like us: