ঘোনা মাদরাসায় চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করলেন-এমপি রবি
সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসায় নির্বাচিত বেসরকারি মাদরাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ০৫ টায় ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এ এইচ এম আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তার উন্নয়নের চিত্রকে স্বীকার করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।সমগ্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা এ এস এম ওবায়দুল্লাহ গযনফর, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম,জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান,জমেঈয়েত আহলে হাদিস মুদ্দাসেরিন আলতাফ হোসেন ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মনিরুল ইসলাম।এছাড়াও উপস্হিত ছিলেন সীমান্ত আদর্শ কলেজের প্রফেসর আমিনুর রহমান,ঘোনা হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুর রহমান, ইউপি সদস্য আবুল বাসার,সাঈদ মনোয়ার, আব্দুল করিম প্রমুখ। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়ণে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চার তলা ভীতবিশিষ্ট ভবনটি নির্মাণ করবে।
Please follow and like us: