শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের বৃক্ষরোপণ অভিযান
“গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে শ্যামনগর উপজেলার শংকরকাটি সততা সংগঠনের সমাজসেবা বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে দু’শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় সমাজসেবা বিভাগের সম্পাদক অঞ্জন কুমারের নেতৃত্বে গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রহমতপুর নবযুবক শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সততা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম খলিল, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রজনী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কহহর, অর্থ সম্পাদক মিলন কুমার, শিক্ষা সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক রাফিউল ইসলাম, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ।
এদিকে একইদিন বিকালে শংকরকাটি বাজার কমিটির সদস্যবৃন্দের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন ঢালী, সাধারণ সম্পাদক আবুজার সহ অন্যান্য সদস্যবৃন্দ।