কালিগঞ্জের রতনপুর ইউপি মেম্বর সুজনের দাবি,“আব্দুল্লাহ তার ছেলেকে দিয়ে আমার বিরুদ্ধে নাটক সাজিয়েছে”
গত ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকায় ‘ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন কতৃক পঞ্চম শ্রেণির ছাত্রের সাথে সমকামিতার অভিযোগ’ শিরনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা মেম্বর এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রতনপুর ইউনিয়ন পরিষদের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ সুজন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘সংবাদে আমাকে জড়িয়ে যা লেখা হয়েছে তা কাল্পনিক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যে মুলক ও কতিপয় ষড়যন্ত্রকারীর নীলনকশার প্রলাপ মাত্র। মূলত আমার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম মেম্বর ও তার দোসর গোদা শহিদুল, সাজ্জাত ও জামাত ক্যাডার আব্দুল্লাহ পূর্ব পরিকল্পিত ভাবে সমাজে আমাকে এবং আমার পরিবারের দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করতে এহেন সংবাদ প্রকাশ করিয়েছে।’
তিনি বলেন, ‘রতনপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আমার সাথে ইউপি সদস্য সেলিমের বিরোধ চলছে। আমি যুবলীগের সভাপতি হবার পর হতে সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত গতিশীল হয়েছে। আমার ইউনিয়নের সেলিম মেম্বর একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অত্র এলাকায় আমিই একমাত্র তার মাদক ব্যবসার বিরোধিতা করি। এছাড়া ওই ছেলেটার বাবা জামাত ক্যাডার আব্দুল্লাহ কিছুদিন আগে কদমতলা বাজারে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করলে আমি জোরালো প্রতিবাদ করি। আমার সহকর্মী সেলিম মেম্বর ও আব্দুল্লাহ চক্রটি দীর্ঘদিন যাবৎ আমাকে মামলাসহ বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে।
তিনি আরো বলেন, ‘সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে আব্দুল্লাহ তার ছেলেকে দিয়ে সমকামিতার নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে এহেন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’