বেনাপোল চেকপোস্টে ৩ পিস স্বর্ণেরবার সহ আটক ১
যশোরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সদস্যরা রবিবার ১টার সময় ৩পিছ স্বর্ণের বারসহ মেহেদী হাসান(১৯)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস সদস্যরা। রবিবার (৩০ সেপ্টম্বার) দুপুর ১ টার সময় স্বর্ণ সহ মেহেদী হাসান কে আটক করা হয়।
কাস্টমসের ডিসি জাকির হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি চালান নিয়ে একজন স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রশেন দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সদস্যরা যাত্রীদের তল্লাশি শুরু করে।এসময় মেহেদী হাসান(১৯)নামে এক ব্যক্তিকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে পায়ু পথে ৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
বেনাপোল কাস্টমসের ডিসি জাকির হোসেন ৩ পিস স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।