ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ৪০০

সুনামিতে দেশটির সুলাওয়েসি দ্বীপের ট্যুরিস্ট রিসোর্ট পালুসহ দুটি শহরের ওপর দিয়ে বয়ে গেছে দুই মিটার উঁচু জলোচ্ছ্বাস৷ কমপক্ষে ৪০০ মানুষের মৃত্যুর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ কর্তৃপক্ষের আশঙ্কা এ সংখ্যা আরো বাড়তে পারে৷

৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এ সুনামিতে আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ৷

সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালুর পাশাপাশি ভূমিকম্পের কেন্দ্রের ৮০ কিলোমিটার দূরে থাকা ডোঙ্গালা শহরেও আঘাত হেনেছে সুনামি৷ পালু ও ডোঙ্গালায় প্রায় সাত লাখ মানুষ বাস করেন৷

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা আনুষ্ঠানিকভাবে ৩৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ সংস্থাটি বলছে, নিহতদের বেশিরভাগই পালুর বাসিন্দা৷ তবে এ সংখ্যা চারশ’ ছাড়িয়েছে বলে তথ্য দিচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷

দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও বলছেন, ‘‘যখন সুনামির হুমকি দেখা দেয়, তখনও অনেকেই সৈকতে ঘুরে বেড়াচ্ছিল এবং পালিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় তাঁরাই এর শিকারে পরণত হয়েছেন৷”

সুনামির আঘাতে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে স্বাভাবিক উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে৷ রানওয়ে ও কন্ট্রোল টাওয়ার বিধ্বস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে শহরটির বিমানবন্দর৷ দ্রুত বিমানবন্দর মেরামত করে ত্রাণ তৎপরতা শুরুর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পালু শহরে সুনামি যখন আঘাত করে, আতঙ্কে লোকজন ছুটাছুটি করছেন৷

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, অঞ্চলটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে সেনাবাহিনীকে তলব করা হয়েছে৷

‘তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা’

শুক্রবারের ভূমিকম্পটি মাটির খুব বেশি গভীরে ছিল না৷ ফলে শত শত কিলোমিটার দূরেও এর ভয়াবহতা টের পাওয়া গিয়েছিল৷ শনিবার সকাল পর্যন্তও এর আফটারশক টের পাওয়া যাচ্ছিলো৷

অগভীর এসব ভূমিকম্প সাধারণত মাত্রা কম হলেও বেশি বিধ্বংসী হয়ে থাকে৷ বিশেষজ্ঞরা বলছেন, জুলাই ও আগস্টে লম্বক দ্বীপের যে ভূমিকম্পে কয়েকশ’ মানুষ নিহত হয়েছিলেন, এবারের ভূমিকম্প তার চেয়েও ভয়ঙ্কর৷

ইন্দোনেশিয়া একটি তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত৷২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরে ভয়াবহ আকারের সুনামির সৃষ্টি হয়৷ এ সুনামিতে ১৩টি দেশে অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হন৷ শুধু ইন্দোনেশিয়াতেই নিহত হয়েছিলেন এক লাখ ২০ হাজারের বেশি মানুষ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)