কুল্যায় গৃহবধূকে মারপিট করে বিষ খাওয়ানোর অভিযোগ
আশাশুনি উপজেলার কুল্যায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে মারপিট করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গৃহবধূকে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধহাটা গ্রামের মাহবুবর রহমান জানান, তার সেজ কন্যা আমেনা খাতুন (২৩) এর সাথে কুল্যা গ্রামের মৃত শুকুর আলীর পুত্র আনছার ব্যাটেলিয়ন সদস্য শরিফুজ্জামান শরীফের সাথে বিয়ে হয় ৪ বছর আগে। তাদের ১টি পুত্র সন্তান আছে। মাববুবর রহমান ও শরিফুজ্জামান শরীফের প্রতিবেশীরা জানান, বিবাহের পর থেকে শরীফ বাড়ীতে না থাকার সুবাদে শাশুড়ি আছিরণ বিবি বৌমা আমেনা খাতুনকে ছলছুতরিতে নিয়মিত নির্যাতন করতেন। শরীফও ছুটিতে বাড়ীতে আসলে মায়ের কুমন্ত্রণায় স্ত্রীর উপর খড়গ হস্তে নির্যাতন চালাতেন। নির্যাতন সইতে না পেরে আমেনা স্বামীকে কোর্ট এর মাধ্যমে ডিভোর্স করেন। কিন্তু শরীফ অনেক চেষ্টা তদবীর করে আমেনাকে পুনরায় বিয়ে করে। দ্বিতীয়বার বিবাহের পর কিছুদিন ভাল কাটলেও পরবর্তীতে আবারও শুরু হয় পারিবারিক কলহ ও নির্যাতন। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকালে শরীফ খাগড়াছড়িতে তার কর্মস্থল থেকে বাড়ীতে ফিরে মা-ছেলে মিলে ঘরের বারান্দার গেটে তালা লাগিয়ে আমেনাকে মারপিট করতে থাকে। স্থানীয়রা এগিয়ে গেলেও বাড়ীর ভিতরে কাউকে ঢুকতে দেয়া হয়নি। একপর্যায়ে তারা আমেনার মুখে বিষ ঢেলে দিয়ে পেছনের গেট দিয়ে পালিয়ে যায় বলে আমেনা ও স্থানীরা জানান। স্থানীয়দের থেকে খবর পেয়ে মাহবুবর ঘটনাস্থলে গিয়ে তাদের সহযোগিতায় মেয়েকে অচেতন অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাতক্ষীরা নেওয়া হয়। এব্যাপারে স্বামী শরীফের বাড়ীতে গেলে গেটে তালা বন্দ অবস্থায় দেখতে পাওয়া যায়। তার মুঠো ফোনে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে চাইলে স্ত্রীকে কোন নির্যাতন করেনি। পারিবারিক অশান্তির কারণে সবার অজান্তে সে বিষ খেয়েছে বলে দাবী করেন।