তালায় আগাম বাঁধাকপি চাষে লাভের আশায় চাষিরা
তালায় আগাম জাতের বাঁধাকপি চাষ করে কৃষকরা লাভবান হওয়ার আশায় রয়েছেন। মৌসুমসেরা অধিক লাভের আশায় উপজেলার বিভিন্ন এলাকায় বেশি জমিতে বাঁধাকপি চাষ করছেন চাষিরা। আগাম জাতের বাঁধাকপি চাষ করে কৃষক যেমন ভালো দামের আশা করছেন, তেমনি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে খেটে খাওয়া মানুষের।
তালা উপজেলার সব এলাকার কৃষিচাষ জমিতে মোটামুটি ভাবে গত বছরের তুলনায় বেশি বাঁধাকপি চাষ করেছেন কৃষকেরা। উপযুক্ত মৌসুম আসার আগেই চাষিরা কপি চাষ শুরু করেছেন কারণ এ সময়ে নতুন সবজি হিসাবে ক্রেতাদের কাছে বাঁধাকপির চাহিদা থাকে উল্লেখযোগ্য পরিমাণে। তাছাড়া, চাষিরা বিভিন্ন জাতের ও মেয়াদের বাঁধাকপি চাষ করে থাকেন। কোনটি মৌসুমের শুরুতেই পাওয়া যায় আবার কিছু জাতের কপি পুরো মৌসুম ও শেষ মৌসুমে পাওয়া যায়।
উপজেলার ইসলামকাঠি এলাকার কপি চাষি শহিদুল ইসলাম জানান, তিনি গত বছর মোট ১ বিঘা জমিতে আগাম বাঁধাকপি চাষ করেছিলেন। সঠিক কীটনাশক প্রয়োগের ফলে কাঙ্ক্ষিত লাভ পেয়েছিলেন তিনি। এ বছর তিনি দাদোন নিয়ে মোট ৩ বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন। ইতিমধ্যে তিনি অল্প পরিমাণ বাঁধাকপি বাজারজাত করেছেন। তুলনামূলক গত বছরের চেয়ে দামটাও চড়া। এভাবে বাজার দর থাকলে মৌসুম আগাম এই ফসলে তিনি পর্যাপ্ত লাভবান হবেন বলে তার দাবী।
তালা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর উপজেলায় বাঁধাকপি সহ অন্যান্য যে শীতকালীন সবজি চাষ করা হয়েছে তাতে চাহিদা মেটানো সম্ভব। তাছাড়া, প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগের বিষয়ে তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। বাজার দর বর্তমানে অন্য মৌসুমের তুলনায় একটু বেশিই আছে।