জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার আলোকবর্তিকা ও বাঙালী জাতির জন্য আশীর্বাদ—এমপি রবি
সাতক্ষীরায় রাত ১২ টা ১ মিনিটে কেক কাটা, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন জসি, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার আলোকবর্তিকা ও বাঙালী জাতির জন্য আশীর্বাদ। তার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশে^র দরবারে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ।’ কেক কাটা ও আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং তিনি যেন আবারও চতুর্থ বারের মত বাংলার প্রধানমন্ত্রী হতে পারেন সেই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।