শোভনালীতে কাঁকড়া চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শোভনালীতে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে, ডিআরআরএ’র সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, আইডিয়ালের প্রাইড প্রকল্পের ম্যানেজার এস এম মিজানুর রহমান। সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও এফএফ দেবাশীষ চক্রবর্তী। শোভনালী ইউনিয়নের জীবিকা প্রকল্পের উপকারভোগিদের ৩টি গ্রুপে বিভক্ত করে প্রতি গ্রুপে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনাসুদে ঋণ প্রদান করা হয়। এ ঋণ নিয়ে তারা কাঁকড়া চাষের মাধ্যমে জীবিকায়নে সম্পৃক্ত হয়েছে। তাদের ২০ জনকে নিয়ে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।