কলারোয়ায় এসকেএস ফাউন্ডেশন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত
কলারোয়ায় এসকেএস ফাউন্ডেশন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ইউএনওর অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ও বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার শেখ সাবের আলী, উপজেলা এনজিও সমিতির সভাপতি ও গণমৈত্রী এনজিও পরিচালক মেহেদী হাসান, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক দুরুল হুদা মন্ডল, ওয়াশ গভারনেন্স অফিসার শহিদুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটিটর তুষার পারভেজ, আনিছুর রহমান, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ও রিপোর্টাস ক্লাবের সদস্য এসএম ফারুক হোসেন প্রমুখ। অবহিতকরণ সভায় উপজেলার কয়লা, জয়নগর ও জালালাবাদ মিলে ৩টি ইউনিয়নের প্রকল্প তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।