গত ২ বছরে কোন ধরণের জঙ্গিবাদের ঘটনা ঘটেনি: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদকে আমরা চিরতরে নির্মূল করে দিয়েছি একথা আমরা বলছি না তবে আমরা বলেছি যে এ ধরনের ঝুঁকি আমরা অনেক কমিয়ে ফেলেছি। তবে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত হয়ে গেছে বাংলাদেশ একথা বলার সময় এখনও আসেনি। এখনও আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তখন স্বগৌরবে আমরা বলতে পারবো বাংলাদেশে এখন কোন জঙ্গির ঝুঁকি নেই।
তিনি বলেন, সারা বিশ্বেই এখন জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। জঙ্গিবাদ কোন একটা এলাকা বা একটা প্রদেশ বা একটা কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠে না। এটা এখন একটা বৈশ্বয়িক পর্যায়ে চলে গেছে। তবে আমাদের এখানে জঙ্গিবাদের যে প্রকাশটা ছিল সেটা ছিল পুরোপুরি এখানকার। তারা এখানকার ধারণাগুলো নিয়ে থাকতেন। কিন্তু বিশ্বের অনেক দেশে বৈশ্বয়িক জঙ্গিদের প্রভাব পড়েছে। আমি মনে করি আমরা সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পেরেছি। গত ২ বছরে আমাদের এখানে(বাংলাদেশে) এখন পর্যন্ত কোন ধরণের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরায় মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।