মাদারবাড়িয়া সবুজ সংঘ থেকে ২৮ সদস্যের পদত্যাগ
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া সবুজ সংঘ থেকে একযোগে সাধারণ সম্পাদকসহ ২৮ জন পদত্যাগ করেছেন।
লিখিত অভিযোগে জানাগেছে, ক্লাবের সভাপতি রবিউল ইসলাম বাদশা তাদের নিয়ে এক সাথে কাজ করার শপথ করান। ক্লাবের টাকা দিয়ে সদস্যদের মাঝে বিনাসুদে ঋণ দেয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি ছিল। কিন্তু তিনি শপথ ভঙ্গ করে কাউকে না নিয়ে কাজ করেছেন। কাউকে না জানিয়ে মাদারবাড়িয়া সবুজ সংঘকে ‘সবুজ কল্যাণ সংস্থা’ করেছেন। কোন সদস্যকে তিনি মূল্যায়ন করেননা। এসব অভিযোগ এনে ২৮ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে সহ সভাপতি লিটন হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুল, যুগ্ম সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক ইবাদুল ইসলাম, সহঃ অর্থ সম্পাদক মাছুম আলি, মনিরুল, খলিলুর রহমান, আদিল, রায়হান হোসেন, সুমন হোসেন অবাই হোসেন, মফিজুল, জমাত গাইন, খোকন গাইন সহ মোট ২৮ জন সদস্য। তারা আরও জানান, ২০১৮ সালের ২ রা ফেব্রুয়ারি কমিটি গঠন হয় ৫০ জন সদস্য নিয়ে। তার দুর্ণীতির কারণে গত ২৪ শে সেপ্টেম্বর আমরা কমিটির ৫০ জনের মধ্যে ২৮ জন পদত্যাগ করেছি। পদত্যাগ কালে সভাপতি রবিউল ইসলাম বাদশা, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ফিরোজ খান মধু, ময়নুদ্দিন সরদার, তারিকুল ইসলাম, জুয়েল সরদার সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রবিউল ইসলাম বাদশা জানান, সবুজ সংস্থার যারা পদবীধারী ছিল তাদের বেশিরভাগই অল্প শিক্ষিত থাকায় তাদের সাথে আমার কাজের অমিল হওয়ায় এবং তাদের ব্যক্তিগত কাজকর্ম ভাল না হওয়ায় তারা নিজের ইচ্ছায় আমার সংস্থা থেকে পদত্যাগ করে। তাতে আমি ইচ্ছা পোষণ করি।