প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত
দীর্ঘ ৩৪ বছর পর জাতীয় স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন, ভাতা ও নীতিমালা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী স্বাক্ষর করেছেন। দীর্ঘদিন পর শিক্ষকদের এ দাবি প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সালাম। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি মাও. মোঃ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাও. মোঃ আব্দুল্লাহ। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন অবহেলিত ছিলো। জননেত্রী শেখ হাসিনাই তাদের সে দাবি পূরণ করে তাদের জাতীয় স্কেলে বেতন, ভাতার জন্য স্বাক্ষর করেছেন। দ্রুত এটি বাস্তবায়নও হবে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। তিনি মাদ্রাসা শিক্ষায় আধুনিকতার ছোয়া এনে দিয়েছেন। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড স্থাপন করেছিলেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর করেছেন। এছাড়াও দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষকে ভালো রাখতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল আত্মার মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. মোঃ গোলাম মোস্তফা। প্রেস বিজ্ঞপ্তি