মন্ত্রিপরিষদে যাচ্ছে নতুন ব্রিফকেস
সব কিছু ঠিক থাকলে আজ মন্ত্রিপরিষদ বিভাগে হস্তান্তর করা হচ্ছে পাটের তৈরি ব্রিফকেস। মন্ত্রিপরিষদের বৈঠকের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রীদের কাছে পাঠানোর কাজে এই ব্রিফকেস ব্যবহার করা হবে।
এতোকাল মন্ত্রিপরিষদ বৈঠকের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র চামড়ায় তৈরি কালো রঙয়ের ব্রিফকেসে পাঠানো হলেও এখন থেকে কালো রঙয়ের চামড়ায় তৈরি ব্রিফকেসের বদলে পাটের তৈরি অনেকটা সোনালী রঙয়ের ব্রিফকেসে পাঠানো হবে বৈঠকের আলোচ্যসূচিসহ প্রয়োজনীয় ডক্যুমেন্টস।
জানা গেছে, বুধবার দিনের যে কোনও সময় পাটের তৈরি ৭০টি ব্রিফকেস তুলে দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের হাতে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলমের দেওয়া সময় অনুযায়ী ব্রিফকেসগুলো হস্তান্তর করা হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।