দেবহাটায় পুশ বিরোধী অভিযানে ৩ মাছ ব্যবসায়ীকে সাজা
দেবহাটায় পুশ বিরোধী অভিযানে ৩মাছ ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শশাডাঙ্গায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, সহকারী মৎস্য অফিসার শেখ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল হামিদ প্রমুখ। অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রমমাণ আদালতের মাধ্যমে কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের রামপদ সরকারের পুত্র মহাদেব সরকারকে ১৫দিনের সাজা প্রদান করা হয়। যার মামলা নং-২০৩/১৮, তাং-২৫/০৯/২০১৮। একই এলাকার তারাপদ দফাদারের পুত্র নিতাই দফাদারকে ৭দিনের সাজা প্রদান করা হয়। যার মামলা নং-২০৪/১৮। এছাড়া সফিউদ্দীন মোল্যার পুত্র গোলাম মোস্তফাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুশ কৃত ১২ কেজি চিংড়ী মাছ স্থানীয়দের সামনে পুড়িয়ে নষ্ট করা হয়।