আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশ গ্রহণ বিষয়ক কর্মশালা
আশাশুনিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। আলোচনা রাখেন প্রজেক্টের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, মেম্বার রমেচা খাতুন, মেম্বার রাফেজা খাতুন প্রমুখ। গ্রাম আদালক বিষয়ক ভিডিও প্রদর্শন করে আলোচনা রাখেন, উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা। কর্মশালায় গ্রাম আদালত, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া ও নারীর অংশ গ্রহণের গুরুত্ব, গ্রাম আদালতের কার্যক্রমে নারীর অংশ গ্রহণের অধিকার এবং গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসাবে নারীর অংশ গ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধা সমুহ ও বাধা উত্তরণ সংক্রান্ত গত বছরের কর্মশালা থেকে উঠে আসা সুপারিশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে গ্রুপ ওয়ার্কে কার্যক্রমে সমস্যা নির্ণয় করে সমস্যা নিরসের উপায় উপস্থাপন করা হয়।