পাটকেলঘাটা, খলিষখালী ও ঘোনা বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন
পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়নের আওতায় তিনতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সোমবার বেলা আড়াইটায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফার রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা ছাত্রলীগেরা সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন ও সংবর্ধিত মুক্তিযোদ্ধাবৃন্দ। গতকাল বেলা ১১টায় তালা উপজেলার খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি ও খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান, তালা উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, ছাত্র ইমরান সরদার প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক হোসেন। এছাড়া প্রধান অতিথি সকাল ৮টায় তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।