চার কোটি টাকার ইয়াবাসহ মডেল সুমাইয়া আটক
কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়লো কথিত এক মডেল ও তার দুই সহযোগী। তাদের সঙ্গে থাকা ইয়াবার মূল্য প্রায় চার কোটি টাকা। ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই মডেল ও তার সহযোগীরা।
শনিবার দিনগত রাত ৮টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৭ এর একটি টিম।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সকালে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক কথিত মডেলের নাম সুমাইয়া আক্তার (১৯)। তার দুই সহযোগী হলেন- মো. শরীফ (৩২) ও অর্পণ দাস (৩০)।
মিমতানুর রহমান আরো বলেন, আগাম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। ওই সময় প্রাইভেটকারে করে চট্টগ্রামের দিকে আসছিলেন সুমাইয়া ও তার দুই সহযোগী। গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় র্যাবের জিজ্ঞাসাবাদে সুমাইয়া নিজেকে মডেল পরিচয় দেন। অপর দুইজনকে তার সহযোগী বলে জানান।
মিমতানুর আরো বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন। ফটোশ্যুটের নামে কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় ইয়াবা পাচার করা হয় বলে র্যাবের কাছে স্বীকার করেন তারা।