মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
যশোরের কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। জানাগেছে, উপজেলার মেহেরপুর গ্রামের আছাদ গাজী বৃহস্পতিবার দুপুরে তার কন্যা শাহাপুর মেহেরুননেছা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী (১৫)এর বিবাহের প্রস্তুতি গ্রহণ করে। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা মেহেরপুর গ্রামের আছাদ গাজীর বাড়িতে উপস্থিত হয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন এবং ১৮ বছর বয়স পূর্ণ না হলে মেয়ের বিবাহ দেবেন না এই মর্মে আছাদ গাজীর নিকট থেকে মুচেলকা গ্রহণ করেন।
Please follow and like us: