কলারোয়ায় জেলা ‘কনভেনশন’ সফল করতে মতবিনিময় সভা
কলারোয়ায় ’৮০/’৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে ‘জেলা কনভেনশন’ সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ’৮০ দশকের অহংকার সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ‘কনভেনশন’কমিটি’র আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহিদউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কনভেনশন কমিটির নেতা, সাবেক ছাত্রলীগ নেতা জিএম ফাত্তাহ, সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহম্মেদ স্বপন, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু । এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক নেতা দীপক শেঠ, সাবেক ছাত্রলীগ নেতা কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ। মতবিনিময় সভায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপট ব্যাখ্যা করে আওয়ামী লীগের ঐতিহ্য পুন:রুদ্ধার করতে সকলে মিলে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার বিজয় অর্জন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলার ’৮০ ও ’৯০ দশকের ছাত্র রাজনীতির সক্রিয় সাবেক ছাত্রলীগ নেতা ও কর্মীদের উদ্যোগে আয়োজিত’ কনভেনশন’ সফল করতে আহবান জানান।