‘প্রধান বিচারপতি থাকাবস্থায় এসব বলেননি কেন?’
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি থাকা অবস্থায় এসব বলেননি কেন? ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন কাদের। এ সময় তিনি বলেন, সাবেক হয়ে গেছেন, বই লিখে মনগড়া কথা শোনাচ্ছেন বিদেশে বসে। ক্ষমতায় না থাকার অন্তর্জালা মেটানোর জন্যই এসব বলছেন। সত্যই যদি বলবেন তবে, প্রধান বিচারপতি থাকা অবস্থায় বলেননি কেন? দেশে এসে কেন বলেননি? সম্প্রতি সিনহা’র ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইটি প্রকাশ পায়। সেখানে তিনি লেখেন, হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে তিনি দেশে ছেড়েছেন। বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি যেন সরকারের পক্ষে যায়, সেজন্যে তার ওপর সরকারের সর্বোচ্চ মহল থেকে চাপ তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।