মুক্তিযোদ্ধা ফিরোজ খান আর নেই
বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান নুন (৬৪) আর নেই। তিনি বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা ফিরোজ খান নুনের বাড়ি সদর উপজেলার মুকুন্দপুর গ্রামে। তার পিতার নাম মরহুম নেছার আলী। বুধবার বিকেলে মরহুমের গ্রামের বাড়ি মুকুন্দপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা ফিরোজ খানের মরদেহে শ্রদ্ধার্ঘ নিবেদন ও গার্ড অব অনার প্রদান করেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামানের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ সদস্য। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, বল্লী ইউনিয়ন কমান্ডার নেছার আলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোসলেম আলী, আবু আশরাফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, আব্দুল মুমিন, মাগফুর হোসেন ও মোহাম্মদ আলীসহ অনেকেই।
মুক্তিযোদ্ধা ফিরোজ খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।