ঝিনাইদহে খেলোয়াড়দের গাড়িতে হামলায় আহত ৫
জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ খেলা শেষে ফেরার পথে খেলোয়াড়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ঝিনাইদহ জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয় মঙ্গলবার সকালে। খেলার তৃতীয় রাউন্ডে শৈলকুপা উপজেলা বনাম মহেশপুর উপজেলা মুখোমুখি হয়।
মহেশপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে শৈলকুপা বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড়রা সন্ধ্যায় ঝিনাইদহ থেকে বাসযোগে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এ সময় গাড়িতে থাকা খেলোয়াড়দের মধ্যে ৪/৫ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি ও শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান।