কালিগঞ্জে সেফটি প্রকল্পের চাষি মাঠ দিবস অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার সরাব্দিপুর ঈদগাহ ময়দানে মঙ্গলবার সকাল ১০ টায় ইউএসডিএ’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল’র সহযোগিতা ও টিএমএসএস এর বাস্তবায়নে সেফটি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে ইউপি সদস্য রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উইনরক ইন্টারন্যাশনাল’র সেফটি প্রকল্পের এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট অফিসার শাহিদুল হক। আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার টিএমএসএস এর সেফটি প্রকল্পের এইও আলমগীর হোসেন, গ্রুপ লিডার মোস্তাফিজুর রহমান। টিএমএসএস এর সেফটি প্রকল্পের এএফএফ মিজানুর রহমানের সঞ্চালনায় সফল চাষী ইসরাইল মলিক বলেন, আমি দীর্ঘদিন সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে লোকসান গুনতে হয়েছে। কিন্তু এবছর সেফটি প্রকল্পের প্রশিক্ষণ গ্রহণ করে ঘেরের গভীরতা বৃদ্ধি করে ব্লিচিং পাউডার দিয়ে পানি শোধন করে ও জৈব নিরাপত্তা দিয়ে এসপিএফ পোনা মজুদ করে ও ভাল মানের খাবার দিয়ে এবছ আমার ঘেরে কোন ভাইরাস লাগিনি। ৮০ শতক জায়গায় এবছর ১ম সারকেলে ১৬৫ কেজি বাগদা পেয়েছি, যার বাজার মূল্য ১লক্ষ ৬৫ হাজার টাকা। ২য় সারকেলে ৬ হাজার পিচ গলদা ছেড়েছি সেখান থেকে আমি আরও ২৫০ কেজি গলদা চিংড়ি পেতে পারি যার বাজার মূল্য ২লক্ষ টাকা। তাই তিনি সকলকে সেফটি প্রকল্পের চাষ করে জীবন মান উন্নয়নের আহবান জানান।