তালায় শতদল মাধ্যমিক বিদ্যালয়ে শান্তি ও সম্প্রীতি ও জঙ্গীবাদ নিরসনে মতবিনিময়
তালা উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ে শান্তি ও সম্প্রীতিতে নারী ও জঙ্গীবাদ নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অত্রবিদ্যালয়ের মিলানায়তনে উক্ত অনুষ্টানটি শুরু হয়।
অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস , এম শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ব্রাকের জেলা ব্যবস্থাপক হুমায়ন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ব্রাকের তালা ব্রাঞ্চের ম্যানেজার মো. রোকন উদ্দিন,ডেপুটি ম্যানেজার খন্দকার আনিকা আফরোজ, ব্রাকের শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের সমন্বয়কারী শোয়াইবা রহমান সহ অত্রবিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
এ সময় ব্রাকের শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের সমন্বয়কারী শোয়াইবা রহমান বলেন , সবাই মিলে ছেলে-মেয়েদের দিকে খেয়াল রাখতে হবে তারা কোথায় যাচ্ছে কি করছে। কোন ভাবেই নিয়মের বাইরে চলতে দেওয়া যাবেনা।
এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে সামাজিক সম্প্রতি ও জঙ্গীবাদ নিরসনের উদ্দেশ্য আলোচনা করেন। জঙ্গীবাদ কখনো ভাল কিছু দেশকে দিতে পারো না সে বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্টান শেষে জঙ্গীবাদ নিরসনে ছাত্র সমাজের গুরুত্বের উপর রচনা প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ করা হয়।
Please follow and like us: