বেনাপোল চেকপোস্টে ৫পিস স্বর্ণেরবার সহ চোরাকারবারি আটক
যশোরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা অভিযান চালিয়ে ৪৯৫ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ কুমিল্লা জেলার দাউদ কান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে মাসুদুর রহমান পবন(৫২) কে আটক করেছে। মঙ্গলবার (১৮ সেপ্টম্বার) সকাল ৯ টার সময় স্বর্ণ সহ মাসুদ কে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর – ইং-০৮৭১৩৭০। শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে একজন স্বর্ণের পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রশেন দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা আগে থেকে গোপনে অবস্থানে থাকে। ওই যাত্রী ইমিগ্রশেন কাস্টমসের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে পায়ু পথে ৫ পিস স্বর্ণের বার পাওয়া যায় । বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার নিপুন চাকমা ৫ পিস স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল র্পোট থানায় সোপর্দ করা হয়েছে।