পাটকেলঘাটায় শাশুড়ির নির্যাতনে গৃহবধুর মৃত্যু
পাটকেল ঘাটায় শাশুড়ি,ননদ ও খালা শাশুড়ির নির্যাতনের শিকার শাহানারা খাতুন (২০) নামের এক প্রবাসীর স্ত্রীর হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১২ টার দিকে। সে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের উত্তর শার্শা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আছাদুল গাজীর স্ত্রী ও একই ইউনিয়নের হেমায়েতপুর শানতলা গ্রামের মৃত জলিল সরদারের মেয়ে। নিহত শাহানারার ভাই ইনতাজ সরদার জানান, দুই বছর আগে তার বোনের সাথে আছাদুলের বিয়ে হয় তার ১ বছর পরে সে মালয়েশিয়ায় চলে যায়। এরপর থেকে তার বোনের শাশুড়ি চন্দনা বেগম (৬৮), তার দুই ননদ ও খালা শাশুড়ি যৌতুকের জন্য তাকে প্রায় মারধর করত। সর্বশেষ গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ীর সবাই মিলে শাহানারার উপর শারীরিক নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। এবিষয়ে চন্দনা বেগম জানান মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হওয়ায় সে অভিমান করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় ।এসময় তারা দেখতে পেয়ে চিৎকার করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে । পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক ফণীভূষণ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এবং ময়না তদন্তের শেষে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।