সাতক্ষীরায় জাহাঙ্গীর আলমকে গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে পিতা ও ছেলেকে ২০ বছর কারাদণ্ড

গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে পিতা ও ছেলেকে ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড প্রদান করেছে আদালত। সাথে সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে আরো ৪ মাসের সাজা দেওয়া হয়েছে। রবিবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ সাজা প্রদান করেন।
জানাগেছে, ২০১৩ সালে সাতক্ষীরা পলাশপোলস্থ জজকোর্টের সামনে চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন মৃত. উজির আলীর ছেলে সৈয়দ আলী ও খায়রুল ইসলাম(২৮)। ৮ জানুয়ারি’১৩ তারিখে একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে জাহাঙ্গীর আলম (পলাশ) এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে খায়রুল ও তার পিতা সৈয়দ আলী গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করে। এঘটনায় ওই দিন সাতক্ষীরায় থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে। একটি মামলা দায়ের করে। যার নং-১৯। মামলাটি বিচারের জন্য আদালতে গেলে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামী খায়রুল ও তার পিতা সৈয়দ আলীকে পৃথকভাবে পেনাল কোর্ডের ৩২৬ ও ৭ ধারা ১০ বছর করে পিতা-ছেলেকে ২০ বছর কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি এড. শেখ মিজানুর রহমান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)