প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র সাথে সাক্ষাত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান
সাতক্ষীরা ৪ শ্যামনগর-কালিগঞ্জ আংশিক আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান গত ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এই সময় মমতাময়ী নেত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমানকে তার শূভার্শীষে আপ্লত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া চান। সাক্ষাতকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান, মহান মুক্তিযুদ্ধের উপর তার রচিত গ্রন্থ “বঙ্গবন্ধুর প্রেমের তরী চেতনায় একাত্তর” মুক্তিযুদ্ধের স্মৃতির নিদর্শন স্বরুপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। জননেত্রী শেখ হাসিনা (শ্যামনগর-কালিগঞ্জের) এই নেতা কে তার অবহেলিত জনপদের আপমর জনসাধারণের সার্বিক কল্যাণের জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল কে সাথে নিয়ে নিঃস্বার্থ ভাবে ও নিরলস ভাবে কাজ করে যাওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। জননেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বিগত ১০ বছরে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন সাফল্য গাঁথা সঠিক ভাবে প্রচার করার জন্য নির্দেশ প্রদান করেন। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এর উদ্দেশ্যে শেখ আতাউর রহমান এর ব্যক্তিগত এই উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন এবং তাকে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপদেশ প্রদান করেন।