যত্র তত্র নোংরা ফেলায় অস্বাস্থ্যকর হচ্ছে সাতক্ষীরা শহর
সাতক্ষীরা পৌরসভার সড়ক এলাকায় পাকা রাস্তার পাশে খাল ধারে মৃত ছাগলসহ বিভিন্ন ময়লা ও পচা আবর্জনার ফেলে রাখা হচ্ছে।এ কারণে রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। সাধারণ পথচারীরা নাক মুখ টিপে ধরেও রক্ষা পাচ্ছে না পৌরসভার সড়কে । সড়ক দিয়ে চলছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। উপরোক্ত কর্মকর্তরা প্রাইভেট যোগে যাওয়ায় তাদের গন্ধ লাগে না। গন্ধে রাস্তা দিয়ে চলতে পারছে না সাধারণ মানুষ।
কথা হয় সদরের রাস্তায় চলাচলকারী সাধারণ পথচারীদের সাথে তারা জানান, রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। রাস্তার ধারে এমন মৃত ছাগলসহ বিভিন্ন ময়লা ও পচা আবর্জনার ফেলার কারণে আমরা সমস্যায় পড়েছি। ময়লা ও পচা গন্ধে দম বন্ধ হয়ে আসছে। নাক চেপে রাখতে হয় একই সময় ধরে। সবচেয়ে পথচারীদের বেশি সমস্যায় পড়তে হয়। রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারীরা বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং রাস্তার ধারে এমন মৃত ছাগলসহ বিভিন্ন ময়লা ফেলা জরুরী-ভাবে বন্ধ হওয়া প্রয়োজন।
মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার সুজিত কুমার রায় জানান, এ ধরণের গন্ধের কারণে শিশুদের নিউমোনিয়া ও বড়দের এজমা ও ফুসফুসের সমস্যা হতে পারে।